ভারতের লোকসভা নির্বাচনে এবার ভরাডুবি হয়েছে কংগ্রেসের। আর এ শোচনীয় পরাজয়ের দায় গ্রহণ করে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও সহসভাপতি রাহুল গান্ধী দলের পদ থেকে পদত্যাগ করার প্রস্তাব দিয়েছেন।
সমকাল অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়, সোমবার দলের ভোট বিপর্যয়ের কারণ অনুসন্ধানে দলের সর্বোচ্চ কমিটি ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা হয়েছে। সে বৈঠকেই দু'জনে পদত্যাগ করার প্রস্তাব দেবেন বলে ভারতের সংবাদ মাধ্যমে রোববার সকাল থেকেই জল্পনা শুরু হয়েছে।
তবে কংগ্রেস সূত্র উদ্বৃত করে বলা হয়েছে, শেষ পর্যন্ত পদত্যাগপত্র গ্রহণ করা হবে না। শুক্রবার সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী পরাজয়ের দায় স্বীকার করেন সংবাদ মাধ্যমের কাছে।
স্বাধীনতার পর থেকে কংগ্রেস দলের এত শোচনীয় বিপর্যয় হয়নি। মাত্র ৪৪টি আসন পেয়েছে তারা, তাতে লোকসভায় বিরোধী নেতার মর্যাদাও পাওয়া যাবে না। তবে কংগ্রেস নেতারা বলছেন, যেহেতু ভোটপূর্ব ইউপিএ ৬০টি আসন পেয়েছে, তার ভিত্তিতে কংগ্রেস বিরোধীদলীয় নেতার আসন দাবি করতেই পারে। লোকসভায় বিরোধী দলের আসন পেতে হলে মোট আসনের ১০ শতাংশ পেতে হয়। অর্থাৎ ৫৪টি আসন পাওয়া জরুরি।