টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল সদর উপজেলার হুগড়ায় গণপিটুনিতে ইউনুস আলী (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। এ সময় তার কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।
নিহত ইউনুস হুগড়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামের মৃত লশকর আলীর ছেলে।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান জানান, গভীর রাতে হুগড়া গ্রামে বিশা মিয়ার বাড়িতে ৩/৪জনের একটি ডাকাতদল হানা দেয়। তারা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে মালামাল লুট করার সময় তা টের পেয়ে এলাকাবাসী তাদের ঘিরে ফেলে। এ সময় বাকি ডাকাতরা পালিয়ে গেলেও ইউনুসকে আটক করে জনতা। পরে তাকে বেদম মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় বিশা মিয়া বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।