সাময়িকী.কম

১৭ বছর পর রাজবাড়ী-ফরিদপুর রেল লাইনে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু করেছে। বৃহস্পতিবার রাজবাড়ী রেল স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে ওই ট্রেন চলাচলের উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।

অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোশারফ হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেকসহ জেলা আওয়ামীলীগ ও রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজবাড়ী রেলওয়ের কর্মকর্তারা জানান, অলাভজনক রুট হিসেবে ১৯৯৮ সালের ১৫ মার্চ তৎকালীন সরকার রাজবাড়ী-ফরিদপুর রেল রুট বন্ধ করে দেয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বন্ধ হওয়া ৩০ কিলোমিটার দীর্ঘ রুটটি পুনরায় চালু করার উদ্যোগ গ্রহণ করে। এজন্য ৯০ কোটি টাকা ব্যয়ে চারটি ঠিকাদারী প্রতিষ্ঠান ২০১০ সালের ১০ মার্চ থেকে নতুন করে রাজবাড়ীর পাঁচুরিয়া, খানখানাপুর, বসন্তপুর, ফরিদপুরের আমিরাবাদ, অমরিকাপুর ও ফরিদপুরসহ ৬টি রেল স্টেশন, বেশ কিছু ব্রিজসহ রেল পথ নির্মাণ করা হয়।

আগস্টের ২২ তারিখ থেকে এ রুটে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হবে বলে জানা গেছে। 

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.