চারপেয়ে প্রাণী
শেখ সালাহ্উদ্দীন

দূর থেকে দেখে হঠাৎ ব্যাঙটা ভয়ে দিল এক লাফ

রাস্তার মাঝে শুয়ে আছে এক বড়সড় কালো সাপ!

কাছে এসে দ্যাখে-সাপটা আহত, কোনোমতে পড়ে আছে

সাহস করে সে গুটি গুটি পায়ে এগোয় সাপের কাছে।

সাপের এমন অবস্থা দেখে সাহসটা যায় বেড়ে

অগ্নিমূর্তি ধারণ ক’রে সে রেগেমেগে যায় তেড়ে-

সাপকে জোরসে লাথি মেরে বলে, ‘ঘটে কি বুদ্ধি নাই

যে পথে আমরা চারপেয়ে চলি সেই পথে হাঁটা চাই?

আমরা হলাম চারপেয়ে প্রাণী শৌর্যে-বীর্যে সেরা

বল তুই কোন্ সাহসে করিস এই পথে চলাফেরা!’

সাপ বলে, ‘ভাই, আমাকে দলিত করেছে বিশাল হাতি

আর তুমি ব্যাঙ সুযোগটা পেয়ে মারছো আমায় লাথি!’

আজকে আমায় তুচ্ছ করছো আহত হয়েছি বলে

কী বিবেচনায় তুমিই বা নিজে হাতির তুল্য হলে?’

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.