অস্কারের দর্শক গ্যালারি থেকে তোলা সেই সেলফির কথা মনে আছে? যা বারাক ওবামা এবং মিশেল ওবামার ছবির রেকর্ডটিকেও ভেঙে গড়ে ছিল আরেকটি রেকর্ড। তেমনি এক কাণ্ড ঘটলো যুক্তরাজ্যের টাম্পা বে’তে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমী অ্যাওয়ার্ডস প্রোগ্রামে। আর কাণ্ডটি ঘটালেন এবারের আসরের উপস্থাপক শাহিদ কাপুর। কি অবাক কান্ড! দেখুন এই সেলফিতেও রয়েছেন কেভিন স্পেসি।
দীপিকা–শাহিদ-ফারহান এবং কেভিনের লুঙ্গি ড্যান্সের পরেই ব্যাক ষ্টেজে সেলফির জন্য এভাবেই নানা অঙ্গভঙ্গিমায় মত্ত বলিউড সেলিব্রেটিরা। ছবিতে দেখুন এক হাতে লুঙ্গি ধরে অন্য হাত দিয়ে ছবি তোলায় ব্যস্ত শাহিদ। শাহিদ ছাড়া আর যারা রয়েছেন এই সেলফিতে তারা হলেন, ফারহান আকতার, সোনাক্ষি সিনহা, অনিল কাপুর, শত্রুঘ্ন সিনহা এবং লাভ সিনহা।