আলমগীর সরকার লিটন

আজ দিবা আলোয়- গগ জুড়ে
দেখি রঙ্গীন মেঘের ঘনঘাটা নীল-
নিশিপ্রহর ধরে ঝিঝি পুড়া দেখি ঐ
চাঁদ তারারা করছে মিটিমিটিবিল।

নীল নক্ষত্রের মাঝে বন্ধু আমার
করে যেন ঝিল মিল- শিশির ভেজা
দুলছে ঘাস  দেখো, কৃষ্ণচূড়ার পাপড়িতে
ভরে গেছে বিষাদ-বনহাস কিংবা পঙ্কখীরাজ
হয়ে উড়ে আসো আজ অথবা কাল।

যমুনার স্রোতের সাথে দু’জনার হবে
কথোকথপন-বন্ধু মোর চলে এসো-প্রেমে
বাঁধা আছে শিরিতে যত্ন- এ পৃর্ণিমায়
জ্যোছনা ফুরাব- কোথায় বন্ধু চলে এসো
বন্ধু চলে এসো আজ অথবা কাল।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.