সাময়িকী প্রতিবেদক: মীনা মিডিয়া অ্যাওয়ার্ড ২০১৪-এর জন্য প্রতিবেদন, লেখা আহবান করেছে ইউনিসেফ বাংলাদেশ। এ বছরও সংশ্লিষ্ট প্রিন্ট, রেডিও ও টেলিভিশনের নির্মাতাদের কাছ থেকে তাদের শিশু বিষয়ক প্রকাশনা ও অনুষ্ঠান জমা চাওয়া হয়েছে।

ইউনিসেফ বাংলাদেশ ২০০৫ থেকে ‘মীনা মিডিয়া এ্যাওয়ার্ড’ আয়োজনের মাধ্যমে শিশুদের নিয়ে বা শিশুদের জন্য নির্মিত বিনোদনমূলক, সংবাদভিত্তিক ও জীবনধর্মী প্রকাশনা/অনুষ্ঠানের স্বীকৃতি ও পুরস্কার দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবছরও পুরস্কার দেওয়ার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিবেদন, লেখা ও অনুষ্ঠান আহবান করেছে কর্তৃপক্ষ। মোট ৬টি বিভাগে এ প্রকাশনা/অনুষ্ঠান জমা দিতে পারবেন নির্মাতারা।

বিভাগগুলো যথাক্রমে—
১. প্রিন্ট মাধ্যম: প্রতিবেদন (সংবাদ প্রতিবেদন, অনুসন্ধানী প্রতিবেদন, উপসম্পাদকীয়)
২. প্রিন্ট মাধ্যম: সৃজনশীল লেখা (নিবন্ধ, ফিচার, গল্প, কবিতা)
৩. টেলিভিশন মাধ্যম: প্রতিবেদন (সংবাদ প্রতিবেদন, অনুসন্ধানী প্রতিবেদন)
৪. টেলিভিশন মাধ্যম: সৃজনশীল অনুষ্ঠান (ফিচার, প্রামাণ্যচিত্র, তথ্যচিত্র, নাটক, সংগীত)
৫. রেডিও মাধ্যম: প্রতিবেদন (সংবাদ প্রতিবেদন, অনুসন্ধানী প্রতিবেদন)
৬. রেডিও মাধ্যম: সৃজনশীল অনুষ্ঠান (রেডিও ফিচার/অনুষ্ঠান, প্রামাণ্য প্রতিবেদন, নাটক, সংগীত)

প্রতিটি বিভাগের জন্য পুরস্কারগুলো হচ্ছে—
প্রথম পুরস্কার: একটি ক্রেস্ট, সনদপত্র ও ৫০ হাজার টাকা
দ্বিতীয় পুরস্কার: একটি ক্রেস্ট, সনদপত্র ও ২৫ হাজার টাকা
তৃতীয় পুরস্কার: একটি ক্রেস্ট, সনদপত্র ও ১৫ হাজার টাকা

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রযোজ্য শর্তগুলো—
*জমা দেয়া বিষয়গুলো ২০১৩’র ১ মে থেকে ২০১৪’র ৩০ এপ্রিল তারিখের মধ্যে প্রকাশিত/প্রচারিত হতে হবে।
*যেভাবে প্রকাশিত/প্রচারিত হয়েছে, ঠিক সেভাবেই মূল ১ কপি এবং অতিরিক্ত ২ কপি জমা দিতে হবে।
*নিম্নোক্ত তথ্যসমূহ প্রদান করতে হবে—
— নাম (বাংলা ও ইংরেজি)
— বয়স
— বিভাগ
— জন্মতারিখ (সঠিক প্রমাণসহ, যেমন: জন্মসনদ, এসএসসি পাশের সনদ কিংবা জাতীয় পরিচয় পত্রের অনুলিপি)
— প্রকাশিত/প্রচারিত হওয়ার তারিখে বয়স
— কমপক্ষে ডিসেম্বর ২০১৪ পর্যন্ত কার্যকর থাকবে এমন সরাসরি যোগাযোগের ফোন নাম্বার
— খবরের কাগজ বা টেলিভিশনের এমন একজনের নাম, পদবী, সরাসরি যোগাযোগের ফোন নাম্বার এবং ইমেইল। যার সঙ্গে জমাদানকৃত বিষয়ের যথার্থতা যাচাইয়ে যোগাযোগ করা যেতে পারে।

*খামের ওপর নিম্নোক্ত তথ্য অবশ্যই লিখতে হবে, নয়তো এন্ট্রি বাতিল বলে গণ্য হবে—
লিখতে হবে: মীনা অ্যাওয়ার্ড, [বয়স/দল] – [বিভাগ]
উদাহরণ: মীনা এ্যাওয়ার্ড, ২০১৪ : ১৮ বছরের নিচে – টেলিভিশন – প্রতিবেদন
*কেবলমাত্র চূড়ান্ত মনোনীতদের সঙ্গেই যোগাযোগ করা হবে। অযাচিত যোগাযোগ গ্রহণযোগ্য হবে না। বরং এতে অংশগ্রহণের অযোগ্যতা বিবেচিত/বাতিল হয়ে যেতে পারে।
*অংশগ্রহণকারী তার প্রকাশিত/প্রচারিত একাধিক খবর/ফিচার জমা দিতে পারেন। তবে পুরস্কারের জন্য একটিই বিবেচিত হবে।
*পুরস্কারের সকল স্তরে সবধরনের সিদ্ধান্ত গ্রহণের অধিকার ইউনিসেফের হাতে সংরক্ষিত থাকবে।

জমাদানের সময়সীমা ১ জুন ২০১৪।

এ ব্যাপারে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বাংলাদেশে ইউনিসেফের ওয়েবসাইটে www.unicef.org.bd

জমাদানের ঠিকানা:
মীনা মিডিয়া এ্যাওয়ার্ড
কমিউনিকেশন, এ্যাডভোকেসি এন্ড পার্টনারশিপ সেকশন
ইউনিসেফ বাংলাদেশ, বিএসএল অফিস কমপ্লেক্স
১ মিন্টো রোড, ঢাকা- ১০০০
বিভাগ:

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.