টিপস বিভাগে আমাদের চেষ্টা থাকে এমন কিছু কৌশল উপস্থাপন করবার, যা কিনা আপনাদের নিত্যদিনের কাজে লাগে খুব। তারই ধারাবাহিকতায় আজ রইলো দৈনন্দিন জীবনের সাথে জড়িত একটি টিপস। পড়েই দেখুন, হয়তো ভীষণ কাজে লেগে যাবে আপনারও।
গরমের দিনে সুতি কাপড়ের চেয়ে আরাম আর কোনো কাপড়েই নেই। বাজারে সুতি কাপড় যেমন হরেক রকমের পাওয়া যায়, তেমনি এর রয়েছে শত শত রং। তবে একটাই সমস্যা, এর রঙের স্থায়িত্ব। অনেক সুতি কাপড়ের রং থাকে কাঁচা। তাই ধুলেই পানির সাথে রং বেরিয়ে যায়। বিশেষ করে লাল, লালচে যেকোনো রং, নীল ইত্যাদি রঙের কাপড় থেকে রং উঠেই থাকে। তবে রঙের স্থায়িত্ব বাড়ানোরও উপায় রয়েছে। কী সেটা? জেনে খুবই সহজ উপায়টি।
সুতি কাপড়ের রঙের স্থায়িত্ব বাড়াতে আপনাকে যে জিনিসটি সাহায্য করবে তা হলো খাবার লবণ! ভাবছেন কী করে? আধা বালতি পানিতে ৩-৪ চা চামচ লবণ গুলে নিন। তারপর এতে কাপড়টি ভিজিয়ে রাখুন আধা ঘণ্টা। এরপর পরিষ্কার পানিতে ধুয়ে ফেলুন। এতে কাপড় থেকে রং ওঠার সম্ভাবনা কমে যাবে।
বিভাগ:

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.