মেঘবতী, তোমার চোখ জুড়ে আজ হেমন্তের রোদ্রজল, ঠোঁট জুড়ে কয়েক শতাব্দীর নিংড়ানো গোধুলী, কিন্তু ভাবালুতা জুড়ে বৈশ্বিক উষ্ণতার উদগীরণ। তোমার চাহনির ভাষা আজ জটিল থেকে জটিলতর । ডিজিটাল চশমার গোলীয় বৃত্তে দুভাষী করে পড়তে হয়- ভাষা বদলে যায় যেভাবে বদলে যাও তুমি।
মুনশি আলিম
জাফলং, সিলেট