চলছে গ্রীষ্মকাল। মৌসুমটা একটু খারাপই যাচ্ছে। তপ্ত রোদের যন্ত্রণায় সবাই অস্থির। তেমনই খারাপ মৌসুম যাচ্ছে টিভি অভিনেত্রী মৌসুমী নাগেরও। প্রচণ্ড গরমে অস্থিরতায় ভুগছেন। গত এক মাসে কোনো নাটক কিংবা টেলিফিল্মে কাজও করতে পারেননি। ‘গরমের কারণে মাঝে অসুস্থ হয়ে পড়েছিলাম। কোনো টিভি নাটকের কাজে হাত দিতে পারিনি। বিশেষত এ সময়ে কাজের চাপ থাকলেও করা হয় না। এখন কিছুটা সুস্থ আছি। শিগগিরই আবারও কাজে নিয়মিত হব।’ এভাবেই নিজের কাজ সম্পর্কে বলছিলেন মৌসুমী নাগ। এরই মধ্যে কয়েকটি ধারাবাহিক নাটকের কাজ হাতে নিয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে শিগগিরই শুরু করবেন ‘টান’ শিরোনামের ধারাবাহিকের কাজ। পাশাপাশি আরও কয়েকটি নাটকে অভিনয় করবেন। এগুলোর মধ্যে প্রজাপতি, মনে কি পড়ে আমায় নাটকে অভিনয়ের কথা অনেকটাই চূড়ান্ত। জিটিভিতে প্রচার চলতি দীর্ঘ ধারাবাহিক নাটক ‘শোধ’-এর বাকি পর্বের শুটিংও কিছুদিনের মধ্যে শুরু করবেন মৌসুমী। হালে কিছু নাটকে নিয়মিত অভিনয় করলেও গেল বছর থেকে শুরু করে মাঝে লম্বা একটি সময় টিভি অভিনয় থেকে দূরে ছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী। কেন ছোট পর্দা থেকে গুটিয়ে নিয়েছেন এমন প্রশ্নের উত্তরে মৌসুমী নাগ বলেন, ‘গুটিয়ে নিয়েছি কথাটা বললে ভুল হবে। ছোট পর্দার মাধ্যমেই আমার ক্যারিয়ার শুরু হয়েছে। এখান থেকে সরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এটাকে বলতে পারি বিরতি নিয়েছি। চলচ্চিত্রে অভিনয়ের জন্য সাময়িকভাবে ছোট পর্দার কাজ বন্ধ রেখেছি। তন্ময় তানশেন পরিচালিত ‘রান আউট’ ছবিতে অভিনয় নিয়ে ব্যস্ত সময় কেটেছে তখন।’ এ বিষয়ে তিনি জানান, ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেতা সজল। রোমান্টিক অ্যাকশন ঘরানার এ ছবিটির কাজ এরই মধ্যে শেষ হয়েছে। শুধু বাকি রয়েছে গানের কাজ। রান আউট ছাড়াও শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় নাম ঠিক না হওয়া একটি ছবিতে অভিনয় করছেন মৌসুমী। এতে তার বিপরীতে রয়েছেন জিতু আহসান। এছাড়াও আরও কয়েকটি ছবিতে অভিনয়ের ব্যাপারে কথা চলছে বলে জানান মৌসুমী। সামনেই ঈদ আসছে। এ উপলক্ষে এরই মধ্যে অন্য তারকারা তাদের প্রস্তুতি সেরে ফেলেছেন। এক্ষেত্রে মৌসুমীর কী অবস্থা? জানতে চাইলে তিনি বলেন, ‘এতদিন ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। পাশাপাশি অসুস্থতার কারণে কিছুই করতে পারিনি। ঈদকে ঘিরে অনেকগুলো নাটকে কাজ করার ব্যাপারে কথা হয়েছে। কয়েকটি নাটকের স্ক্রিপ্টও হাতে এসেছে। শিগগিরই ঈদের নাটকের কাজে হাত দিতে পারব বলে আশা করছি।’
বিভাগ:

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.