সামাজিকতা পালন করার জন্য প্রায়ই নানান দাওয়াতে যেতে হয় আমাদের। আর দাওয়াতে যাওয়ার জন্য বার বার তো আর পার্লারে সাজতে যাওয়া সম্ভব না। তাই ঘরেই মেকআপটা সেরে নেন অনেকেই। কিন্তু মুশকিলে পড়তে হয় হেয়ার স্টাইল নিয়ে। চুল গুলোকে কিছুতেই পার্লারের মত করে বাঁধতে পারেন না অধিকাংশ মানুষ। যারা চুল নিয়ে এমন ঝামেলায় পড়েন তাঁরা শিখে নিন একটি অসাধারণ হেয়ার স্টাইল/ ভলিউমাইজড পনিটেল নামের এই স্টাইলটি করতে আপনার সময়ও লাগবে মাত্র ৪ মিনিট। তাহলে জেনে নিন পদ্ধতিটি এবং দেখে নিন হেয়ার স্টাইলটি করার ভিডিও।
- প্রথমে চুল শ্যাম্পু করে নিন।
- এরপরে চুলটাকে ভালো করে আঁচড়ে নিন।
- চুলে ভালো কোনো হিট প্রোটেকটর সিরাম লাগিয়ে নিন।
- এরপর পুরো চুলটাকে অল্প অল্প ভাগ করে স্ট্রেইটনার দিয়ে স্ট্রেইট করে নিন। প্রথমে সামনের চুল বেঁধে পেছনের চুলগুলো স্ট্রেইট করুন। এরপরে পেছনের চুল গুলোকে বেঁধে সামনের চুল গুলোকে করুন।
- পুরো চুল স্ট্রেইট করা হয়ে গেলে ব্যাংস সহ সামনের চুল গুলো আলাদা করে পেছনের চুল গুলোকে একসাথে করে একটু উঁচু করে বেঁধে ফেলুন চিকন কালো ব্যান্ড দিয়ে।
- এবার বাঁধা চুলের থেকে একটি গোছাকে ব্যান্ডে পেঁচিয়ে ববি পিন দিয়ে আটকে দিন।
- এরপর সামনে আটকানো চুল গুলোর পেছন দিক থেকে একটি বড় গোছা নিয়ে চিকন দাঁতের চিরুনি দিয়ে ব্যাক ব্রাশ করুন। এরপর হেয়ার স্প্রে করুন। এরপর আবার ব্যাক ব্রাশ করুন। এবার চুল গুলোকে ববি পিন দিয়ে পনি টেলের উপরের দিকে আটকে দিন।
- এভাবে একদম সামনের চুল গুলো ছাড়া বাকি চুল গুলোও ব্যাক ব্রাশ করে ববি পিন দিয়ে আটকে নিন।
- এবার একেবারে সামনের চুল গুলোকে হাত দিয়ে সব দিকে সমান করে নিয়ে আলতো করে পেছনে ববি পিন দিয়ে আটকে দিন ভালো করে।
- সব শেষে কানের পাশের এলোমেলো চুল গুলোকে ঠিক করার পালা। হাতে হেয়ার স্প্রে করে সেটা দিয়ে হাত বুলিয়ে উড়ো উড়ো চুল গুলোকে সেট করে নিন।