রূপালী পর্দার নায়ক নায়িকাদের কতবারই তো আমরা বিয়ের সাজে দেখে থাকি। কিন্তু তাদের সত্যিকার বিয়ের সাজে দেখেছেন কি? হয়তো আপনারা অনেককেই দেখেন নি। অনেক তারকার বিয়েি সিনেমার মত রঙিন আর ঝলমলে ছিল না। বরং ছিল অনেকটাই সাদামাটা আর ঘরোয়া। বিশ্বাস হলো না? আপনাদের জন্য আজ জন্যেই রইলো নামজাদা বলিউডের সেলিব্রিটিদের বিয়ের কিছু ছবি। তালিকায় আছে শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই, কাজল, হেমা মালিনি, শিল্পা শেঠি প্রমুখ।
শাহরুখ খান-গৌরীঃ
১৯৮০ সালের দিকে শাহরুখ খান যখন চলচ্চিত্রে একেবারেই নতুন ও প্রতিষ্ঠিত হবার সংরাম চালিয়ে যাচ্ছেন। সে সময় থেকে আজ পর্যন্ত তার সহধর্মিনী গৌরী। দেখে নিন তাদের বিয়ের বিরল
ছবি।
ছবি।
ঐশ্বরিয়া রাই-অভিষেক বচ্চনঃ
১৯৯৪ সালে বিশ্বসুন্দরীর খেতাব পাওয়া ঐশ্বরিয়া অভিষেক বচ্চনের বিয়ে হয়ে ২০০৭ সালে। ঐশ্বরিয়া পরছিলেন সোনালো রঙের কাঞ্জীভরম লেহেঙ্গা শাড়ী ও কুন্দনের গহনা।
শিল্পা শেঠী-রাজ কুন্দ্রাঃ
২০০৯ সালের নভেম্বরে লন্ডনের ব্যবসায়ী রাজ কুন্দ্রার সাথে পরিনয়সূত্রে আবদ্ধ হন বলিউডের গ্ল্যামারাস নায়িকা শিল্পা শেঠী। ডিজাইনার তরুন তিহানীর নকশায় লাল লেহেঙ্গা শাড়ীতে অসাধারণ দেখাচ্ছিল তাকে।
অজয় দেবগন-কাজলঃ
দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক পরিণয়ে রূপ পায় ১৯৯৯ সালে। কাজল ও অজয় দেবগন বিয়ে করেন মাদ্রাজের ঐতিহ্যবাহী ধরনে।
ধর্মেন্দ্র- হেমা মালিনীঃ
বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনী ও ধর্মেন্দ্র বিয়ে করেন ১৯৭৯ সালে। দেখে নিন তাদের মালাবদলের মূহূর্তটি।