সাইফুল ওয়াদুদ হেলাল
৩ জুলাই থেকে টরন্টো আন্তর্যাতিক চলচ্চিত্র উৎসবের অন্যতম ভেন্যু সিনেমাটেক টিআইএফএফ বেললাইটবক্স এ শুরু হচ্ছে প্রায় দু’মাস জুড়ে সত্যজিৎ রায়ের ২৮টি চলচ্চিত্র নিয়ে ব্যাপক আযোজনের এক রেট্রোস্পেক্টিভ ও সত্যজিৎ রায় এর চলচ্চিত্র নিয়ে বিভিন্ন পর্যায়ে বেশ কয়েকটি গোলটেবিল আলোচনা। সত্যজিৎ রায়ের মৃত্যুর পর একাডেমী ফিল্ম আর্কাইভ কর্তৃপক্ষ সত্যজিৎ রায়ের চলচ্চিত্রসমুহ রক্ষনাবেক্ষনের একটি প্রকল্প নেয়। প্রদর্শিত ছবিগুলির প্রিন্ট সেখান থেকেই সংগ্রহ করা হয়েছে। দ্যা সান এন্ড দ্যা মুন শিরোনামে সিনেমাটেক বেল লাইটবক্স এ আয়োজিত এই রেট্রোস্পেক্টিভ এর সরাসরি সহযোগীতা করছে স্বয়ং একাডেমী অব মোশন পিকচার্স আর্টস্ এন্ড সায়েন্স কতৃপক্ষ। সত্যজিৎ রায় নির্মিত চলচ্চিত্রের দু'মাসব্যাপী প্রদর্শন ও গোলটেবিল আলোচনার পাশাপাশি চলবে প্যাসেজ টু ইন্ডিয়া: ইন্ডিয়া সিন বাই আউটসাইডার্স শিরোনামে বিশ্বখ্যাত আরো কিছু ধ্রুপদী চলচ্চিত্রের প্রদর্শণ। যে ছবির শুটিং দেখে সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মা্ণে আগ্রহী হয়েছিলেন জ্যাঁ রেনোয়ার সেই মাষ্টারপিস দ্যা রিভার ছবিটিসহ আরো দশটি বিশ্বখ্যাত চলচ্চিত্র দেখানো হচ্ছে এই আয়োজনের অংশ হিসেবে। রেট্রোস্পেক্টিভ সম্পর্কে কর্তৃপক্ষ বলছেন, "Featuring a raft of rarities and restorations, this massive retrospective devoted to the great Bengali filmmaker shines a new light on one of the most important and influential bodies of work in international cinema." প্রায় দু’মাসব্যাপী এ আয়োজনটি ভাগ করা হয়েছে তিনটি ভাগে। সত্যাজিৎ রায় এর চলচ্চিত্র প্রদর্শন, গোলটেবিল আলোচনা ও চলচ্চিত্রে ইন্ডিয়াকে বিশ্ববরেণ্য নির্মাতারা যেভাবে দেখেছেন। ৩ জুলাই শুরু হয়ে এ আয়োজন চলবে আগষ্ট ১৭ পর্য্ন্ত।
* The Sun and the Moon: The Films of Satyajit Ray (July 3 – August 17)
* Satyajit Ray Roundtables & Talks (July 11 – 18)
* Passages to India: India Seen by Outsiders (July 5 – 27)

বিস্তারিত জানতে: http://tiff.net/satyajit-ray
বিভাগ:

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.