সেখ সাদ্দাম হোসেন 

সম্পাদকীয় কলম, নিলয় অলিন্দে হাঁটছে বিংশ শতাব্দী

ওসব নিয়ে তোমার মাথা ব্যাথা নেই ।

রোদ্দুর পেরিয়ে ট্রেনের জংশন

অচেনা মুখে ভরাট শূন্যস্থান, আবার ছুটে যায় চারিদিক

তুমি বসে বসে ভাবো জীবন বৃত্ত...

রাজপথে জনস্রোত, শেঁকড় থেকে উপড়ে ফেলবে অপরাধ

ওসব নিয়ে তোমার মাথা ব্যাথা নেই ।

উজান নদীর বুকে বকুল গন্ধ

রাতের ঘোমটা সরলে চন্দ্রপ্রভা, জাগে বাউল উৎসব

তুমি ধরে ধরে আঁকো আত্মার সংকেত...

বিলবোর্ডে রামধনু-রঙ, তোমাকেই এঁকে গেছে শিল্পীর দল

ওসব নিয়ে তোমার মাথা ব্যাথা নেই ।

এক যুবক সিঁথিতে রেখে গেছে আগুন

তাই সন্ধ্যা নামলেই তুলসীমঞ্চ, আলো, শাঁখ, মঙ্গলকাম্য

তুমি গুমড়ে গুমড়ে খোঁজো সেই মুখ...




বর্ধমান , মাধবডিহি, পশ্চিমবঙ্গ, ভারত

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.