সাময়িকী.কম প্রতিটি পুরুষই অপেক্ষা করে থাকেন তার প্রেমিকা বা স্ত্রী এমন কিছু কথা বলুক যা ভীষণ রোমান্টিক ও আবেদনময়। একটু অবাক লাগলেও এটাই সত্যি যে পুরুষরা এমন কিছু আকর্ষণীয় কথা শুনতে ভালোবাসেন, যা একটু ইঙ্গিতময় ও একইসাথে প্রকাশ করে মেয়েটির মনের ভাব। মেয়েরা মনের কথা খুলে বলতে পারেন না, কিন্তু ছেলেরা সেটার অপেক্ষাতেই থাকেন। এগুলো শুনলে সেই মেয়েটির প্রতি তাৎক্ষণিক এক ধরনের আকর্ষণবোধ করেন। আসুন জেনে নিই এমন কোন ধরনের কথাগুলোর অপেক্ষায় থাকেন বেশিরভাগ পুরুষ।
১. আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ যে তুমি আমাকে ভালোবেসেছো :
এই কথাটি যদি কোনো নারী তার প্রেমিক পুরুষটিকে বলে থাকেন তাহলে তিনি সবচেয়ে বেশি খুশি হয়ে থাকেন। এই কথাটি দ্বারা এক ধরনের আবেগভরা আবেদন তারা অনুভব করে। ফলে মেয়েটিকে আরও অনেক বেশি ভালোবাসেন।
২. তুমি আমার কল্পনার সেই রাজপুত্র যে আমাকে হরণ করে তার রাজ্যে নিয়ে যাবে :
এমন কথা যেকোনো পুরুষ শুনলেই খুশিতে গদগদ হয়ে যান। ভালোবাসা হাজার ডিগ্রি বেড়ে যায়।
৩. তুমি কাছে এলে আমার খুব ভয় করে :
এটিও ভালোবাসা প্রকাশের এক ধরনের কৌশল মেয়েদের। এই ধরনের বাক্যে পুরুষরা অনেক বেশি খুশি হয়ে পাল্টা প্রশ্ন করে এবং অদ্ভুৎ কিছু উত্তর আশা করে।
৪. তোমাকে জড়িয়ে ধরেই আমি মরে যেতে চাই :
যদিও এই ধরনের কথা মেয়েরা অত্যন্ত আবেগের বশেই বলে থাকে আর পুরুষরা এই ধরনের আবেগময় আর আবেদনময় কথা শুনতেই বেশি পছন্দ করে থাকেন।
৫. তুমি যখন আমার দিকে তাকাও আমার খুব লজ্জা করে :
লজ্জা নারীর ভূষণ। আর এই লজ্জা মাখা মুখই দেখতে চান প্রতিটি পুরুষ। পাশাপাশি এই ধরনের লজ্জা ভরা কথা শুনতে ভালোবাসেন তারা।
৬. আমার চোখ যদি বলে দিতে পারত আমি তোমাকে কতখানি ভালোবাসি :
এই কথার মধ্যে এক ধরনের আবেদনী সাড়া শুনতে পান প্রতিটি পুরুষ। বুঝতে পারেন নারীটির চাওয়া। এ কারণে তারা অনেক বেশি খুশি হন।
৭. তুমি আমার টক-মিষ্টি-ঝাল :
নারীরা বিভিন্ন ভঙ্গি এবং কথাতে পুরুষদের দেহে ঝড় তুলতে পারেন। তার মধ্যে একটি হল এই বাক্যটি। এই কথাটি শুনলে পুরুষরা অনেক বেশি আকর্ষণবোধ করেন এবং অনেক বেশি খুশি হন।