রবিউল কমল
সাময়িকী.কম
সাময়িকী.কম
ছবি: সংগৃহীত। |
পাখির গানে সুর যে আছে
গাছের আছে পাতা
আমার আছে ছবি আঁকার
রঙতুলি আর খাতা।
কষ্ট আছে এক জীবনে
কষ্টে ভরা বুক
মায়ের আছে চাঁদের মত
একটি সোনার মুখ।
মেঘের আছে বৃষ্টি-বাদল
বৃষ্টির আছে গান
মায়ের আছে একটি হৃদয়
হৃদয় ভরা টান।
আমার আছে স্বপ্নভূবন
আমার মত করে
মাগো তোমায় চিনি আমি
শত জনম ধরে।