কাজল বিনতে শাহিদা

তাল মাতাল বর্ষাকাল
অঝরের ধারাতে,
বেসামাল মন বাধছে স্বপন
বৃষ্টিতে হারাতে ।
বৃষ্টির জল বাজায় মাদল
রিমঝিম সুরে,
হাতছানি দেয় ডাকে আমায়
থেকো না ঘরে ।
এমন সময় দুচোখ যায়
কদমের ডালে,
শিক্ত বাতাস মনের আকাশ
সাজলো ফুলে ।
পুকুর নদী ডোবা জলধি
বৃষ্টিকে পেয়ে,
গাছগাছালি-পাখপাখালি
নিচ্ছে নেয়ে ।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.