রাত-দুপুরে
তোমাকে ছুঁয়ে দেখতে গেলে
বালিশের নীচে থেকে উঠে আসে তুলসীর ফুল ।

ব্যস্ত ঘুমের মাঝে কায়াহীন তুমি
দূর থেকে ঘ্রাণ আসে কোনো বনলতার চুল ।।



স্বপ্ন
ভেজা চুল মেলে দাও যখন রোদের পাঁচিল জুড়ে
আমি উদ্বাস্তু ছায়া হয়ে দাঁড়িয়ে দেখি তোমার নিঃসঙ্গ রূপ
একে একে অক্ষর মিশে যেমন যুক্তাক্ষর সেজে ওঠে
আমি তেমন-ই স্বপ্ন আঁকি সীমান্তরেখায়.....



প্রতিশোধ

রোদ চশমার আড়াল থেকে
তুমি পুড়িয়েছো যতবার আমার
শিরায় শিরায় আগুন ।

প্রতিশোধ ছলে
আমিও ঠিক ততবার কলঙ্ক বুনে
শুষে নিয়েছি তোমার নিঃসঙ্গ ফাগুন ।।

বর্ধমান, মাধবডিহি, পশ্চিমবঙ্গ

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.