শাহানারা রশীদ ঝরনা
সাময়িকী.কম

কন্যা তোমার বুকের ভেতর খুঁজছো কাকে?
মন নদীতে ডুব-সাঁতারে কেউ কি ডাকে!
প্রিয় কোন গল্পে যদি সন্ধা নামে
পাঠিয়ে দিও গোপন চিঠি হলুদ খামে।
কন্যা তোমার সময় জুড়ে রঙের খেলা
বিষন্নতায় কাটবে কতো বউচি বেলা
মূহুর্মূহু বাজুক ধ্বনি ভয় কি বলো
আগলে সবই সংগোপনে এগিয়ে চলো।
কন্যা তোমায় কে পরালো কাঁটার মালা
দহন দ্রোহে লাগল চমক বাড়লো জ্বালা
ভাঙলো আকাশ, জ্বাললো জোনাক মিষ্টি আলো
কেউ বলেছে! সত্যি তোমায় বাসবে ভালো?
কন্যা শোন, ওসব হলো নষ্ট বাণী
মিথ্যে বলেই ভাঙবে তোমার হৃদয়খানি
স্বপ্ন প্রহর দাও ভাসিয়ে অনেক দূরে
আঙিনাতে বাজাও বাঁশি অন্য সুরে।
কন্যা তুমি নথ বেঁধো না ফুলেল নাকে
ঘর বেঁধোনা দ্বন্দ্ব দ্বিধার দূর্বিপাকে
সুখ-দুঃখের কাব্য লেখো মনের খাতায়
হয়তো তাতেই অমর হবে স্মৃতির পাতায়।
উত্তরা, ঢাকা।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.