তোমার শহরে সন্ধ্যা
প্রত্যাশা ভক্ষণ করে প্রলেপ দেই তৃষ্ণার চাদরে- পুঞ্জত পুঞ্জত বিরাম চিহ্ন জায়গা খোঁজে হৃদয়ের অন্দর মহলে, ভালবাসা চরাট করে তোমার শহরে সন্ধ্যা আসে; পৃথিবীর হৃদয় রোমন্থন করে আকাক্সক্ষার পরিবার পাড়ি দেয় তোমার শহওে, নিয়ন আলোয় লুটোপুটো খায় গোপন স্বপ্নেরা, পৃথিবী ছিদ্র করে বৃষ্টি নামে, আমি ভিজলে আমিই ভিজি কিন্তু তুমি ভিজলে শহর ভিজে যায়।

শুধু একটি বার ছুঁয়ে দেখব - না করো না প্লিজ
কতদিন হয় পূর্ণিমার চাঁদ দেখি না- উলঙ্গ জোছনা জলে স্নান করি না- ছুঁয়ে দেখা হয় না শতাব্দীর নিংড়ানো সুন্দর! গ্রহণের কাল লেগেই থাকে- দৃষ্টির সীমানা জুড়ে বিমূর্ত নান্দনিক কথামালা ভেসে বেড়ায়-তবুও প্রত্যাশা- মহাকালের কোন এক ছুটির ঘণ্টায় - তোমায় দেখব- চন্দ্রিমা, শুধু একটি বার ছুঁয়ে দেখব- না করো না প্লিজ।

আজ ঘাস ফড়িংয়ের গায়ে হলুদ
নির্জনতার গহীনে স্বপ্ন ডাঙার মৃদু উল্লাস, অন্ধকারের -সমস্ত অনুভূতি জুড়ে সহস্র বছরের সঞ্চিত নিবেদনের পরিসমাপ্তি, নায়াগ্রা জলপ্রপাতের সমস্ত সৌন্দর্য আজ ঘাস ফড়িয়ের হৃদয় ক্যানভাসে, ইনকা সভ্যতার 'মাচু পিচুর' পরিকল্পনার প্রচ্ছদপট চেতনার রর্ন্ধ্রে রন্ধ্রে, জগৎ বিখ্যত হিমালয়, আল্পস, মাউন্ট এভারেস্টের উচ্চতায় হৃদয় মন্দির - কা¯িপয়ান, ভিক্টোরিয়া, রাশিয়ার বৈকাল হ্রদের শীতলতায় ভরপুর; কুরিল দ্বীপের নিটোল নির্জনতা ঘাসফড়িংয়ের স্বপ্নের পৃষ্ঠ জুড়ে, আমাজানের বিশালতা মনের ভাঁড়ারে গোপন দহলিজে, রূপসী বাংলার সমগ্র সবুজের আল্পনায় রাঙা ঘাসফড়িংয়ের ডানা, আন্তঃকোঠর জুড়ে প্রশান্ত মহাসাগরের গভীর শীতলতা-মুগ্ধতার পুনঃপুন উল্লাস, কারণ আজ ঘাস ফড়িংয়ের গায়ে হলুদ।

টিলাগড়, সিলেট

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.