কাব্যসুধা
বিকিনি পড়া সময়ের পাদপৃষ্ঠে কাকঘুম স্বপ্নের নির্যাস পান করে গোপন সৌন্দর্য সৃষ্টির পথে উন্মুখ- শব্দ সমুদ্রে তোমার চুম্বনের তরী আল্পনার তিলক আঁকে; কালের খাণ্ডব দাহন ছুঁয়েও ভাবের রাজপথে উসখুস মিছিলের প্রেম বৃন্দাবন, কাশি, গয়া হয়ে ফিরতি পথে। প্রকৃতির জৌলুস্য পান করে তৃপ্তির বাসরে উন্মুখ আঁখি- সভ্যতার কাদামাটিতে লেপ্টে আছে তোমর তৃতীয় বিশ্বের মত মন। কাব্যের সুধাপানে ক্রমাগতই গর্ভবতী তোমার চোখ- অন্যরকম সাজে।
বিক্ষিপ্ত আলো
পোয়াতি শব্দের খেয়াঘাটে বিকিনি পড়া রাজনীতির মৃদু উল্লাস, সৈরাচারের পৃষ্ঠতলে চাপা সুতো দিয়ে বানানো জোত্স্না জল; বাগ্মিতার রঙ্গমঞ্চে অতৃপ্ততার ঢেঁকুর অবগাহন, প্রাগৈতিহাসিক চেতনার প্রচ্ছদ জুড়ে নগ্ন ক্ষমতার পূজোর অদ্ভূত আল্পনা - উন্নয়নের জোয়ারে গর্ভবতী দেশ, বিকলাঙ্গতার দ্বারপ্রান্তে বহুল প্রত্যাশিত মুক্তিযুদ্ধের চেতনা, রাষ্ট্রীয় চিন্তায় মাৎস্যন্যায় ভিন্ন সাজে; অদূরে অস্তরেখায় নৈতিকতার বিক্ষিপ্ত আলো, কেবলি নিভু নিভু।
শিবগঞ্জ, সিলেট