আরিফ বিন নজরুল
তুমি-আমি দু'জন মিলে
জমাবো প্রেমের আঁসর,
তুমি-আমি দু'জন মিলে
সাজাবো সুখের বাসর ।
তুমি-আমি দু'জন মিলে
গাইবো সুখের গান,
তুমি-আমি দু'জন মিলে
খাইবো মিষ্টি পান ।
তুমি-আমি দু'জন মিলে
ছুটবো তেপান্তরে
তুমি-আমি দু'জন মিলে
পুড়বো প্রেম জ্বরে ।
তুমি-আমি দু'জন মিলে
উড়াবো প্রেমের ঘুড়ি,
তুমি-আমি দু'জন মিলে
কুড়াবো ফুলের কুঁড়ি ।
তুমি-আমি দু'জন মিলে
বাজাবো বিয়ের সানাই,
তুমি-আমি দু'জন মিলে
চলো সকলকে জানাই ।