সাময়িকী.কম
বোনের বিয়ের শুভলগ্নে বলিউডের 'কারান-অর্জুন' আবার এক হয়েছেন। ভারতীয় অভিনেতা সালমান খানের ছোট বোন অর্পিতার সংগীত অনুষ্ঠানে এসে সবাইকে চমকে দিয়েছেন শাহরুখ খান। আগেই অবশ্য বলেছিলেন অর্পিতা তার নিজের বোনের মতোই আর বোনের বিয়েতে যেতে দাওয়াতের প্রয়োজন নেই। এখন প্রশ্ন ওঠে, কি দিলেন তিনি বোনকে?
বোনকে উপহার দেওয়ার বেলায় কার্পণ্য করেননি শাহরুখ। ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে এক সূত্রের বরাত দিয়ে বলছে, অর্পিতাকে এক গাদা ডিজাইনার হ্যান্ডব্যাগ উপহার দিয়েছেন তিনি।
ডিজাইনার ব্যাগের ভক্ত অর্পিতা। শাহরুখ সেটা জানতেন আর তাই আন্তর্জাতিক সব ব্র্যান্ডের নতুন নতুন ব্যাগ দিয়ে নিজের উপহারের ডালা সাজিয়েছেন তিনি।
সূত্রের বরাতে গণমাধ্যমটি আরও জানায়, "সেদিন শাহরুখের আন্তরিকতা সবাইকে মুগ্ধ করেছে। তাদের দেখে মনে হচ্ছিল, যেন সালমানের সঙ্গে তার কখনোই মনমালিন্য হয়নি। দুজন মিলে হাসিঠাট্টা আর মজা করছিলেন, ঠিক যেন আগের মত।"
শাহরুখ এবং গৌরির সঙ্গে আরও আগে থেকেই ঘনিষ্ঠ অর্পিতা। শাহরুখকে জোর গলায় হায়দ্রাবাদে তার বিয়েতে অংশ নিতে বলেছেন তিনি।
এদিকে সালমান বোনকে দিয়েছেন ১৬ কোটি রুপির একটি ফ্ল্যাট। মুম্বাইয়ের কার্টার রোডে অবস্থিত এই ফ্ল্যাটটি থেকে খান পরিকারের বাড়ির দূরত্ব মাত্র পাঁচ মিনিটের।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.