নিজস্ব সংবাদদাতা
সাময়িকী.কম
চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিশুরা / ছবি : টুনস ম্যাগ

ঢাকা : পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে অনলাইন ভিত্তিক কার্টুন ম্যাগাজিন টুনস ম্যাগ আয়োজিত শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহন করে বনানী বিদ্যানিকেতন, টি এন্ড টি আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়, মহাখালী মডেল ও মহাখালী আব্দুল হামিদ দর্জি প্রার্থমিক বিদ্যালয়ের মোট ১১জন শিক্ষার্থী।

১লা নভেম্বর শনিবার সকাল ৯টায় টুনস ম্যাগ বাংলার বনানীর কার্যালয়ে অনুষ্ঠিত চিত্রাংকন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুনস ম্যাগ বাংলা'র সম্পাদক রফিকুল ইসলাম সাগর-এর তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. শাহ আলম (সুরমা)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রজন্মলীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মীর হাসান ও প্রজন্মলীগ বনানী থানা সভাপতি মিলন হোসেন। অভিভাবক ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. তোফাজ্জল আহমেদ, মো. সাইফুল ইসলাম, আসাদুজ্জামান বাবু, মো. জাহাঙ্গীর আলম, জুলফিকার আহমেদ প্রমূখ। অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করেন মো. শাকিল আহমেদ ও মো. শিমূল।

বেলা ১১টা ৩০মিনিটে অংকন শেষে অতিথিরা সেরা অংকনের জন্য তিনজন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরন করেন।

প্রথম পুরস্কার বিজয়ী- টি এন্ড টি আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী জুয়েনা আক্তার, দ্বিতীয় পুরস্কার বিজয়ী- মহাখালী আব্দুল হামিদ দর্জি প্রার্থমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র মো. মাহমুদ সরদার, তৃতীয় পুরস্কার বিজয়ী- টি এন্ড টি আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্রী মালিহা ইসলাম। 
বিভাগ:

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.