নাদিম মজিদ
সাময়িকী.কম

ঢাকা : গতবছর একটি ইফতার প্রোগ্রামে প্রেসক্লাবে গিয়েছিলাম্। আল মাহমুদের জন্মদিন উপলক্ষে প্রোগ্রাম। প্রোগ্রাম শেষে আমরা একেকজন একেকভাবে ছবি তুলেছি। অথচ দৈনিক যুগান্তরের ফিচার লেখক বান্ধবী হাবিবাহ নাসরীনের সাথে তোলা একটি ছবিকে কেন্দ্র করে ফেসবুকে একটি দারুন গুজব চলছে।

আল মাহমুদ নাকি হাবীবাহ নাসরীনকে বিয়ে করেছে। গুজবটা এত চরম পর্যায়ে গিয়েছে যে হাবীবা ফেসবুক আইডি ডিএকটিভ করতে বাধ্য হয়েছে। 

গত বুধবারও আমি হাবীবাহ নাসরীনের অফিসে গিয়েছিলাম। এ ধরনের গুজবের তীব্র নিন্দা জানাচ্ছি। যারা ছড়াচ্ছেন তাদের ধিক্বার জানাচ্ছি। গুজব ছড়িয়ে হয়ত সাময়িক উদ্দেশ্য হাসিল করা যায়, দীর্ঘমেয়াদে তা ক্ষতিকর হয়।
বিভাগ:

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.