সাময়িকী.কম
আসছে ১লা বৈশাখ উপলক্ষ্যে বাংলা ভাষায় নতুন ধারার অনলাইন ম্যাগাজিন - সাময়িকী.কম আয়োজন করেছে গল্প লেখা প্রতিযোগিতা।
গল্পের বিষয় 'বৈশাখ'। বৈশাখ নিয়ে লেখা যেকোন গল্প, কোনো ঘটনা, পুরনো কোনো স্মৃতি। তো আর দেরি কেন? এখনই বসে যান আর লিখে ফেলুন গল্প। লেখা পাঠানোর শেষ তারিখ ২০ এপ্রিল ২০১৫।
প্রতিযোগিতায় অংশগ্রহনের বিস্তারিত নিয়মাবলী:
১। লেখা অবশ্যই অপ্রকাশিত হতে হবে। যদি এ সংক্রান্ত কোন অভিযোগ পাওয়া যায় তবে সাময়িকী.কম কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
২। আপনার নিজস্ব লেখা হতে হবে। অনুবাদ গ্রহণযোগ্য নয়।
৩। লেখা হতে হবে অনধিক ২০০০ শব্দের মধ্যে।
৪। লেখা জমা দেওয়ার শেষ সময় ২০ এপ্রিল ২০১৫।
৫। একজন লেখক সর্বোচ্চ একটি গল্প দিতে পারবেন।
৬। লেখা পাঠাতে হবে samoyikidesk@gmail.com এই ঠিকানায় অথবা আমাদের ফেসবুক পেজের www.facebook.com/samoyiki ইনবক্সেও লেখা পাঠানো যাবে।
৭। মোট ৩ জনকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হবে।
৮। প্রথম বিজয়ীকে সনদপত্র ও ১০০০ টাকার প্রাইজ-বন্ড, দ্বিতীয় বিজয়ীকে সনদপত্র ও ৫০০ টাকার প্রাইজ-বন্ড এবং তৃতীয় বিজয়ীকে সনদপত্র ও ৩০০ টাকার প্রাইজ-বন্ড প্রদান এর মাধ্যমে পুরস্কৃত করা হবে।
৯। ফলাফল প্রকাশ করা হবে ১লা মে ২০১৫।