সাময়িকী.কম
এবার আইএস যোদ্ধাদের হত্যার ভিডিও প্রকাশ করলো সিরিয় বিদ্রোহী সংগঠন জায়শ আল-ইসলাম। কমলা রঙের পোশাক পরে ১৩ আইএস যোদ্ধাকে হত্যা করেছে সংগঠনটি।
আইএস যোদ্ধাদের কালো রঙের পোশাক পড়া ছিল।
‘জিহাদের জন্য সবচেয়ে বড় দুর্যোগ’ ও ‘মুসলিমদের মধ্যে বিভাজন সৃষ্টিকারী’ আখ্যা দিয়ে আইএস যোদ্ধাদের হত্যা করে জায়শ আল-ইসলাম।
ডেইলি মেইল বৃহস্পতিবারের এক প্রতিবেদনে এ কথা উল্লেখ করে।
১৯ মিনিটের ওই ভিডিওতে ‘আর্মি অব ইসলাম’ নামে পরিচয় দেওয়া এক কমান্ডার আইএস যোদ্ধাদের হত্যার আগে বলেন, আল্লাহ প্রতিকার ছাড়া রোগ পাঠান না। এটা তাদের (আইএস) কাজের শাস্তি। এ সময় আইএস সদস্যদের হাঁটু গেড়ে বসিয়ে পেছন থেকে গুলি করে হত্যা করা হয়।
এবার আইএস যোদ্ধাদের হত্যার ভিডিও প্রকাশ করলো সিরিয় বিদ্রোহী সংগঠন জায়শ আল-ইসলাম। কমলা রঙের পোশাক পরে ১৩ আইএস যোদ্ধাকে হত্যা করেছে সংগঠনটি।
আইএস যোদ্ধাদের কালো রঙের পোশাক পড়া ছিল।
‘জিহাদের জন্য সবচেয়ে বড় দুর্যোগ’ ও ‘মুসলিমদের মধ্যে বিভাজন সৃষ্টিকারী’ আখ্যা দিয়ে আইএস যোদ্ধাদের হত্যা করে জায়শ আল-ইসলাম।
ডেইলি মেইল বৃহস্পতিবারের এক প্রতিবেদনে এ কথা উল্লেখ করে।
১৯ মিনিটের ওই ভিডিওতে ‘আর্মি অব ইসলাম’ নামে পরিচয় দেওয়া এক কমান্ডার আইএস যোদ্ধাদের হত্যার আগে বলেন, আল্লাহ প্রতিকার ছাড়া রোগ পাঠান না। এটা তাদের (আইএস) কাজের শাস্তি। এ সময় আইএস সদস্যদের হাঁটু গেড়ে বসিয়ে পেছন থেকে গুলি করে হত্যা করা হয়।