সাময়িকী.কম

ড্রোন ক্যামেরা ব্যবহার করছেন দক্ষিণ আফ্রিকা দলের টেকনিক্যাল বিশেষজ্ঞ প্রসন্ন এগ্রাম


মিরপুর স্টেডিয়াম সংলগ্ন একাডেমি মাঠে বুধবার (০১ জুলাই) ড্রোন ক্যামেরা ব্যবহার করে দক্ষিণ আফ্রিকা। কিন্তু বাংলাদেশের আইনে নিরাপত্তার স্বার্থে পূর্ব অনুমতি ছাড়া ‘ড্রোন ক্যামেরা’ জাতীয় যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে বুধবার তারা ড্রোন ক্যামেরা ব্যবহার করে দক্ষিণ আফ্রিকা দলের অনুশীল বিভিন্ন অ্যাঙ্গেলে ভিডিও করে। এমনটি করার জন্য বৃহস্পতিবার ক্ষমা প্রার্থনা করেছে দক্ষিণ আফ্রিকা।

এ বিষয়ে দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার মোহাম্মদ মুসাজি বলেন, ‘বাংলাদেশের আকাশসীমার কঠোর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আমাদের ধারণা ছিল না। এরপর আমরা এর ব্যবহার বন্ধ করে দিয়েছি। ওটা ব্যবহার করা হয় আমাদের ইউটিউব চ্যানেলের জন্য। আমরা যদি কোনো অসুবিধার সৃষ্টি করে থাকি সে জন্য বাংলাদেশ সেনাবাহিনী ও নিরাপত্তা বিভাগের কাছে ক্ষমা প্রার্থনা করছি।’
বিভাগ:

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.