সাময়িকী.কম

১৩ বছরের একটা শিশুকে সামান্য চুরির অভিযোগে খুঁটির সাথে বেঁধে পিটিয়ে মেরে ফেলল বর্বর-পাষণ্ডরা। 
মেরে হত্যার সেই বিভৎস দৃশ্য ভিডিও করে খুনিরা। এরপর পাশবিক সেই ভিডিও ছেড়ে দেয় ইন্টারনেটে।
শিশুটির নাম শেখ সামিউল আলম রাজন। সিলেট সদর উপজেলার কুমারগাঁও বাসস্টেশন সংলগ্ন কান্দিগাঁও ইউনিয়নের বাদেআলী গ্রামের মাইক্রোবাস চালক শেখ আজিজুর রহমানের ছেলে।
গত বুধবার গুম করার চেষ্টাকালে উদ্ধার করা হয় শিশু শেখ সামিউল আলম রাজনের লাশ। এ ঘটনায় জালালাবাদ থানায় পুলিশ বাদি হয়ে হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় রাজনের লাশ ফেলার সময় হাতেনাতে আটক মুহিত (২৫) ও তার ভাই কামরুল ইসলাম (২৪), তাদের সহযোগী আলী হায়দার (৩৪) ও নৈশপ্রহরী ময়না মিয়া (৪৫) আসামি করা হয়েছে।
বিভাগ:

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.