সাময়িকী.কম : ১৯ জুলাই : সৌদি আরবে ৪৩০ জনের বেশি ইসলামিক স্টেট (আইএস) -এর সদস্যকে আটক করা হয়েছে। এ বছরের প্রথম থেকে চালানো বিভিন্ন অভিযানে এদের আটক করা হয় বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বেশিরভাগই সৌদি নাগরিক, তবে ইয়েমেন, সিরিয়া সহ আর ছয়টি দেশের নাগরিকরাও এদের মধ্যে আছে।
সরকারের একজন মুখপাত্র বলেন, এর নিরাপত্তা বাহিনী, বিদেশী দূতাবাস, মসজিদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেসব আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা করছিল, সেসব ভন্ডুল করে দেয়া হয়েছে। ইসলামিক স্টেট সৌদি আরবে একটা বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছিল বলে এই মুখপাত্র জানায়।
সিরিয়া এবং ইরাকে ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে জোট এখন বিমান হামলা চালাচ্ছে, সৌদি আরবও সেই জোটের অংশ।
ইসলামিক স্টেটকে সৌদিরা তাদের নিরাপত্তার জন্য এক বিরাট হুমকি বলে গণ্য করে। গত এপ্রিলে রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার এক পরিকল্পনা সৌদি আরব নস্যাত করে দিয়েছিল, তখন ৯৩ জন আইএস জঙ্গীকে গ্রেফতার করা হয়েছিল। সূত্র: বিবিসি বাংলা।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বেশিরভাগই সৌদি নাগরিক, তবে ইয়েমেন, সিরিয়া সহ আর ছয়টি দেশের নাগরিকরাও এদের মধ্যে আছে।
সরকারের একজন মুখপাত্র বলেন, এর নিরাপত্তা বাহিনী, বিদেশী দূতাবাস, মসজিদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেসব আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা করছিল, সেসব ভন্ডুল করে দেয়া হয়েছে। ইসলামিক স্টেট সৌদি আরবে একটা বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছিল বলে এই মুখপাত্র জানায়।
সিরিয়া এবং ইরাকে ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে জোট এখন বিমান হামলা চালাচ্ছে, সৌদি আরবও সেই জোটের অংশ।
ইসলামিক স্টেটকে সৌদিরা তাদের নিরাপত্তার জন্য এক বিরাট হুমকি বলে গণ্য করে। গত এপ্রিলে রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার এক পরিকল্পনা সৌদি আরব নস্যাত করে দিয়েছিল, তখন ৯৩ জন আইএস জঙ্গীকে গ্রেফতার করা হয়েছিল। সূত্র: বিবিসি বাংলা।