সাময়িকী.কম


ঢাকা, শনিবার ২৫ জুলাই : তিতুমীর কলেজ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ও হল কমিটি ঘোষণার জের ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (২৪ জুলাই) রাতে তিতুমীর কলেজের আক্কাসুর রহমান আঁখি ছাত্রাবাসের সামনে এ ঘটনা ঘটে। 
জানা গেছে, আক্কাসুর রহমান আঁখি ছাত্রাবাসের জন্য ছাত্রলীগের যে কমিটি ঘোষণা করা হয়েছে তাতে ছাত্র নন এমন কেউ কেউ নেতৃত্ব পেয়েছেন। এ ঘটনায় ত্যাগী নেতাকর্মীরা উত্তেজিত হয়ে হলের নতুন নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে হল থেকে বিতাড়িত করেছে। তাদের দাবি, হলের সদ্য নির্বাচিত সভাপতি বিপ্লব ও সাধারণ সম্পাদক শাহজাদার ছাত্রত্ব অনেক আগেই শেষ হয়ে গেছে। তাছাড়া হল কমিটিতে স্থান পেতে হলে হলের আবাসিক ছাত্র হওয়ার বিধান রয়েছে যা তাদের কারোরই নেই।
প্রায় চারমাস আগে কলেজ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। শুক্রবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলে বিক্ষোভ শুরু হয়। পরে রাত পৌনে ১০টার দিকে ছাত্রাবাসের ভেতরে এবং বাইরে পদবঞ্চিত এবং পদপ্রাপ্ত সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তবে ঘটনার শুরুতেই পুলিশ এসে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে। 

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.