সকাল বেলা মিনু বসে
নদীর ছবি আঁকে
গান গায় নাচও করে
নিত্য পড়ার ফাঁকে।
বিনু বলে-  ফেল মারবি
সব করতে গেলে
আমার কথা না শুনলে
যাবি অতল জলে।
মিনু বলে অবাক হলাম
পরামর্শটি শুনে
তাজ্জব হয়ে ভাবছি তাই
একলা মুনে মুনে।
পরের কথায় চলি নাকো
নিজের মতো চলি
দেশ প্রেমের কথা তাইতো
সদাই মুখে বলি।
কাজে কর্মেও পাবে তুমি
দেশ প্রেমের ছাপ
দেশের তরে জীবন দিতেও
নেইকো অনুতাপ।
দেশকে নিয়ে ভাবছি আমি
তুমিও যদি পার
নিজের দেশকে ভালোবেসে

সুস্থ জীবন গড়।

মুনশি আলিম
জাফলং, গোয়াইনঘাট,  সিলেট

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.