মোঃ জাহিদুল ইসলাম
সাময়িকী.কম

রক্তে ভেজা ফসলী উর্বর মাটি আর বিবর্ণ সবুজ ঘাস
বুকের ভেতর কান্না করে, বঙ্গবন্ধুর লাশ।
যদি জন্ম না নিতো হাজার বছরের বঙ্গবন্ধু 
পেতো না বাঙালি স্বাধীনতার উষ্ঞ আস্বাদ,
পাকিস্তানি ঐ হায়েনার পদতলে থাকত পড়ে-
আমার দেশের সংগ্রামী এই ঘুমন্ত বীর জনতা।

জাতির প্রাণ বঙ্গবন্ধুকে হত্যা করল কারা?
তারাই তো করলো, জাতিটাকে পিতৃহারা।
সমাজ চক্ষুর আড়ালে ঘোষক সেজে দিব্যি ঘুরছে যারা, 
একদিন বঙ্গবন্ধুর হৃদপিন্ড চুষে তারাই নিয়েছিলো কেঁড়ে তাঁজা রক্তের ধারা ! 
কী যে করুণ সেই ঘটনা,কষ্ট লাগে বুকে
কেমন করে শোক দিবসে থাকতে পারি সুখে!
ক্ষমা নাই, ক্ষমা নাই ঐ পশুরূপী হিংস্র হায়েনাদের
শান্তিপ্রিয় সকল হৃদয়ের হাহাকার ভরা এক আর্তি
ধিক জানাই, শান্তি চাই, প্রতিষ্ঠা করতে চাই বঙ্গবন্ধুর শেখানো নীতি।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.