সাময়িকী.কম

চলচ্চিত্রকার অনন্ত জলিল এবার ঢালিউডের শিল্পী সংকট কাটানোর উদ্যোগ নিয়েছেন। শুরু করছেন 'ট্যালেন্ট হান্ট' কার্যক্রম। 
এক সংবাদ সম্মেলনে অনন্ত বলেন, 'নাথিং ইজ ইম্পসিবল'। কার্যক্রমে অংশ নিতে প্রায় তিন লাখ আবেদন জমা পড়েছে। এর মধ্য থেকে ১৫ ক্যাটাগরিতে ২৫ মুখ নির্বাচন করা হবে। তারা দেশীয় চলচ্চিত্রের উন্নয়নে অবদান রাখবে বলে আমার বিশ্বাস। অনন্তর মনসুন ফিল্মসের সঙ্গে এ কার্যক্রমে যুক্ত হয়েছেন টাইটেল স্পন্সর ড্যনিশ ফুডস লিঃ। ব্রডকাস্ট পার্টনার হয়েছে এটিএন বাংলা। পাওয়ার্ড বাই রবি। অনন্ত জানান কার্যক্রমটি শিগগিরই পর্ব আকারে এটিএন বাংলায় সম্প্রচার শুরু হবে। প্রতি শুক্র ও শনিবার রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে 'ট্যালেন্ট হান্ট'। অনন্ত বলেন, নির্বাচিতরা প্রথমে আমার 'দ্য স্পাই' ছবিতে কাজ করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ার, প্রবীর মিত্র, বর্ষা, এটিএন বাংলার অনুষ্ঠান উপদেষ্টা নওয়াজেশ আলী খান প্রমুখ।
বিভাগ:

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.