সাময়িকী.কম

১১ থেকে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে গেল ২০১৫ সালের তাজমানিয়ান লেখক-পাঠক উৎসব। অস্ট্রেলিয়ান কমনওয়েলথের দ্বীপরাজ্য তাজমানিয়া অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। দুই বছর পর পর অনুষ্ঠিত হয়ে থাকে এ উৎসব। লেখালেখির সঙ্গে সম্পর্কযুক্ত যেসব উপাদান জড়িত থাকতে পারে, সেসবের প্রায় সবই অনুষ্ঠিত হয় এখানে। লেখক-পাঠকদের মধ্যে মতামত বিনিময়ের একটা দারুণ সুযোগ তৈরি হয় এ উৎসবে। লেখকরা নিজেদের লেখা থেকে নির্বাচিত অংশ পড়ে শোনান। পাঠকদের অনুরোধে প্রিয় লেখকরা অটোগ্রাফ দেন। লেখক-পাঠকরা বিভিন্ন কর্মশালা ও আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। এ ছাড়া এ উৎসবের বড় আকর্ষণ হলো সাহিত্যের বিভিন্ন শাখায় পুরস্কার প্রদান। যেহেতু দুই বছর পর পর অনুষ্ঠিত হয়ে থাকে এ উৎসব, লেখক-পাঠক ও অংশগ্রহণকারী অন্য পেশা বা পরিচয়ের মানুষ অধীর অপেক্ষায় থাকেন এ সময়টির জন্য। শিল্প-সাহিত্যের সঙ্গে নিবিড়ভাবে জড়িত এসব ঘটনার সঙ্গে চলে প্রিয় খাবারের আয়োজন। আরো থাকে পানীয় উৎসব। অন্যান্যবারের মতো এবারও উৎসবটির আয়োজনে ছিল তাজমানিয়ান রাইটার্স সেন্টার।
বিভাগ:

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.