সাময়িকী.কম
ফাইল ফটো

২৩ জন আরোহী নিয়ে নেপালের উত্তরাঞ্চলে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবাশেষ খুঁজে পেয়েছেন উদ্ধারকারীরা। বিমানটির ২০ জন যাত্রী ও তিনজন ক্রু'র সবার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নেপালের সেনাবাহিনী। 

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে নেপালের মিয়াগদি জেলার দানা গ্রামে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়।

নেপালের তারা এয়ারলাইন্সের ওই বিমানটি বুধবার পোখারা থেকে জমসম শহরে যাচ্ছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরই পার্বত্য এলাকায় থাকালে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় বিমানটির। নেপালের পশ্চিমের শহর পোখারা থেকে উত্তরের শহর জমসমের মধ্যে মাত্র ১৮ মিনিটের দূরত্ব। তবে আরোহীদের ভাগ্যে কী ঘটেছে তা এখনো নিশ্চিত করেনি নেপাল।

নেপালি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তারা বাহাদুর কর্কির বরাত দিয়ে কাঠমান্ডু পোস্ট জানিয়েছে,  চার ঘণ্টা অনুসন্ধানের পর উড়োজাহাজটির ডানা ও লেজের অংশ খুঁজে পেয়েছেন তারা।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.