আনিসুর রহমান

টাকার মাপে সময়ের হিসেব কষে কেউ
কুশলী কারবারি শেঠ, গুণে সমুদ্রের ঢেউ
ফন্দি আবিষ্কার হয়ে গেছে, সব দেনা ও পাওনা
সেন্সরে মিশে আছে, নিঃশ্বাসে নিমেষ মেশে
মিটারে পুঁজিপতি ফায়দা খোঁজে ইথারে
এপারে উপোস মানুষ রাতের প্রহরে
লাভের মাতাল ঠেকায় মাথা টাকার পাহাড়ে |


পানির হিসেব
টাকার হিসেব
রঙের হিসেব
তাপ উত্তাপ
শব্দ আলো
সবকিছুর পাইপাই হিসেব
এরকম হিসবের ভীড়ে কতজন ঠকেছে কতজন জিতেছে
তার হিসেব কে কবে রেখেছে? এদিক সেদিক মামলা ঠুকেছে?


শুধু হিসেব নেই জীবনের মরণের ক্ষুধা আর হরণের
পাছামোটা মধ্যবিত্ত হিসেবী উচ্চবিত্তের পুটকি শুঁকেছে
আর বারবার হাততালি আর পুরস্কার জিতেছে
গরীব এক একটি রাত, এক একটি দিন ক্ষুধার মাপে মেপেছে
উচ্চবিত্ত ক্ষমতার ভোজে মেতেছে, তেলতেলে মধ্যবিত্ত উচ্ছিষ্ট চেটেছে
ক্ষমতার গন্ধে লজ্জা শরমের মাথা খেয়েছে, তুলকালাম কাণ্ড বেঁধেছে |


কতজন বেহিসেবী অপবাদ পেয়েছে, হিসেব না জেনে,
হিসেব না মেনে , ভতসনা খেয়েছে কতজন কতমন
জীবনানন্দ ট্রামে চাপা পড়েছে জগতের কতজনে
জীবনে অপচয় দেখেছে, কবিতায় তার ছবি এঁকেছে !
কতজন মনের মাপে কল্পনার অপচয় ঠেকিয়েছে
জীীবনের মাপে সুন্দরের খতিয়ান লিখে গেছে,
রফিক আজাদ, সময়ের কবি, জীবন দেখে হাতে করে রবি|

১২ই চৈত্র ১৪২২ / ২৫শে মার্চ ২০১৬

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.