সাময়িকী.কম

এতোদিন ছিল গুঞ্জন এখন তা স্বীকারোক্তি। জাজের স্বত্বাধীকারী আব্দুল আজিজ নিজেই জানালেন মাহির সাথে তার প্রেমের কথা। 
মা দিবসে ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে মাহির সাথে প্রেমের কথা স্বীকার করলেন আব্দুল আজিজ।
আজিজ স্ট্যাটাসে লিখেছেন,’মাহির সাথে আমার তখন গভীর প্রেম। মাহি একদিন জিজ্ঞেস করল, যদি তোমার মা বলে, আমার সাথে সম্পর্ক না রাখতে, তুমি কি করবে? আমি বলেছিলাম, মা যদি বলে তোমাকে ছেড়ে দিতে, আমি উনাকে দ্বিতীয় কোন কোথা জিজ্ঞাস করবো না, সোজা তোমার সাথে সম্পর্ক ব্রেক করে দিব, কিন্তু তুমি এইটুকু নিশ্চিত থাক, উনি কোন দিন আমাকে এই কথা বলবে না । আর এখন বলেও নি।
আব্দুল আজিজ বিবাহিত। তার মেয়ে মোহ বর্তমানে জাজে’র উচ্চপদস্থ কর্মকর্তা। ‘রোমিও বনাম জুলিয়েট’ ছবির বাংলাদেশ অংশের পরিচালক তিনি।
বিভাগ:

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.