স্প্যানিশ লা লিগার শিরোপার পথে আরও একধাপ এগিয়ে গেল অ্যাটলেটিকো মাদ্রিদ। রোববার রাতে ভ্যালেন্সিয়াকে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ১-০ গোলে জয় পেয়েছে তারা।
জয়সূচক একমাত্র গোলটি করেছেন রাউল গার্সিয়া। ৪৩ মিনিটে স্পেনের এই মিডফিল্ডারের মাথা ছুঁয়ে গোলটি আসে। এই জয়ের ফলে লা লিগায় ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ। লিগ শেষ হতে এখনো ৩ ম্যাচ বাকি আছে।
অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে এক ম্যাচ করে কম খেলা রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার পয়েন্ট যথাক্রমে ৮২ ও ৮১।