আলমগীর সরকার লিটন

গতকাল মিটিমিটি জ্বলোকময়
চাঁদতারা জ্বলছিল এ রাত
হাঠ কোন এক সময় কেন?
কালবৈশাখী ঝড় বয়েদিলো আর্তনাদ;

সাড়া রাত বৃষ্টি বাদল ঝরেছিল
নিদ্রা সুখের বাঁলিশের দু’পাশ
ভেজে ভেজে ঐ পুকুরের নেয়ছিল।
শুধু নিশিচর হইয়ে পাঁজর কম্পণ;

ফাল্গুনে বিদ্যু ঝলকাণির আঘাত
পুড়ে হয়ে ছাই থাকল!কালো দাগ
মুছবে না ব্যথার ভরা অনুরাগ;
ধোঁয়াশার আঁধারে স্মৃতির যে বাগ।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.