মাত্রই অনুষ্ঠিত হয়ে গেলো ভারতের নির্বাচন। আর তাতে কংগ্রেসের শোচনীয় পরাজয়ের কথা আমরা সবাই জানি। কিন্তু বিজেপি ও মোদীর এই জয়জয়কারের পেছনে কারণটা কি বলুন তো? অনেকের মতেই মূল রহস্য লুকিয়ে আছে তাঁর চিয়ার্স লিডারদের মাঝে! রূপালি পর্দা তো বটেই, রূপালি পর্দার বাইরেও একাধিক সেলিব্রেটিরা নিজেদের খ্যাতির পুরোটা উজাড় করেছেন মোদীকে জিতিয়ে আনতে। জানতে চান তাঁরা কারা? আসুন, দেখি তাঁদের এক ঝলক!
মোদীর একজন অন্ধভক্ত শ্রীমতী ইরানি। আমেথিতে তাঁর পক্ষে আর রাহুলের বিপক্ষে ক্যাম্পেইন চালাতে মোদী নিজেই উপস্থিত হয়েছিলেন। যা নিয়ে অনেক কথা উঠেছিল।
হেমা মালেনিকে নতুন করে পরিচয় করে দেবার কিছু নেই। বিজেপির পক্ষ থেকে মাথুরা থেকে দাঁড়িয়েছিলেন। তিনিও মোদীর একজন ভক্ত।
ফিল্ম স্টার কিরন খের, যিনি কিনা অনুপম খেরের স্ত্রী ও নিজেও স্বনামধন্য একজন অভিনেত্রী। নির্বাচনে তিনি নিজের খ্যাতির পুরোটাই মোদীর জন্য উজার করে দিয়েছেন।
শায়না এনসি ছিলেন বিজেপির মহা রাষ্ট্রের মুখপাত্র। মোদীর অত্যন্ত কাছের একজন তিনি।
ইনি পুনাম মহাজন, প্রমোদ মহাজনের কন্যা। তারুণ্যের প্রতীক। পুনাম-ই বোধ হয় মোদীকে শিখিয়েছে কীভাবে সেলফি তুলে টুইট করতে হয়!

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.