প্রতি বছরের শুরুতেই আসন্ন বছরের সম্ভাব্য ঘটনার একটা চালচিত্র নিয়ে হাজির হন জ্যোতিষশাস্ত্রবিদরা। এর ব্যতিক্রম হয়নি চলতি বছরের শুরুতেও। সব ভবিতব্যকে সত্যি করে দিয়ে অনেকে ইতিমধ্যেই নাম লিখিয়ে নিয়েছেন বিবাহিতের তালিকায়। বছরের শুরুতে জন আব্রাহান-প্রীতি রাঞ্চাল থেকে শুরু করে সেলিনা জেটলি যে বিয়ের মহাজজ্ঞ শুরু করেন তার ধারাবাহিকতায় হালে বিয়ের যজ্ঞে বসেছেন রানী মুখার্জি আর আদিত্য চোপড়া। সেদিক থেকে ওয়েটিং লিস্টটাও কম লম্বা না। তালিকায় সবার আগে আছেন ক্যাটরিনা কাইফ। সঙ্গে অবশ্যই তার হালের প্রেমিক রনবীর কাপুর। তবে এই বিয়ে কতটুকু ভবিতব্য আর কতটুকু স্বপ্নাতীত সেটা নিয়ে ভাবতে হচ্ছে অনেককেই। এমন আরেক তারকা জুটি সোহা আলী খান আর কুনাল খেমু। বড় ভাই সাইফ আলী খান গেল বছর কারিনা কাপুরের সঙ্গে মালাবদলের মাধ্যমে রাস্তা খুলে দিয়েছেন সোহার। কিন্তু বিয়েটা কবে? এ বিষয়ে অবশ্য তাড়া নেই পাত্রপাত্রী কারোরই। একসঙ্গে বেশ ভালোই কাটাচ্ছেন বিয়ে পূর্ববর্তী অন্তরঙ্গ জীবন। তবে কানকথায় শোনা যায়, বিয়ের প্রস্তুতিটাও নাকি নিচ্ছেন ধীরে ধীরে তারা। বড় ভাই আদিত্য বিয়ে করে রাস্তা সুগম করলেন ছোট ভাই উদয়ের। অভিনেতা উদয় চোপড়ার ব্যাপক প্রেম অভিনেত্রী নার্গিস ফাখরীর সঙ্গে। গুঞ্জনে জানা যায়, বড় ভাইকে টপকে বিয়ে করতে পারছিলেন না বলেই নাকি নার্গিস ফাখরীকে থাকতে হচ্ছিল প্রতীক্ষায়। তবে হালে এই প্রতীক্ষার অবসান হওয়ায় ঠিক কবে ছাদনা তলায় যাচ্ছেন উদয়-নার্গিস, সেই প্রশ্ন শুধু সময়ের কাছেই ন্যস্ত রয়েছে। খুব শিগগিরই হয়তো বিয়ের ঘোষণা আসতে পারে এই তারকাযুগলের শিবির থেকেও। অন্যদিকে বিয়ের ঘোষণা আর সোমত্ত হওয়া সত্ত্বেও অনিশ্চয়তাটা প্রিয়াংকা চোপড়াকে ঘিরে। যদিও সাংবাদিকদের প্রশ্নের জবাবে- মনের মতো পাত্র পেলেই বিয়ে করবেন। আর পাত্রও খুঁজছেন রীতিমতো এমন দাবি করেছেন প্রিয়াংকা। কিন্তু সেই বিয়ে খুব শিগগির হলেও কবে হতে পারে তা নিশ্চিত না হলেও চলতি বছরের মধ্যে হতে পারে বলে মনে করছেন অনেকেই। জন আব্রাহামের সঙ্গে বিচ্ছেদের পর অনেক স্বপ্নপুরুষ খুঁজে অবশেষে ফ্লপস্টার হারমান বাওয়েজার মাঝে প্রেমপুরুষ খুঁজে পাওয়া বিপাশা বসুও হালে খবর ছড়াচ্ছেন বিয়ের প্রস্তুতিতে আছেন তিনিও। একইভাবে অভিনেতা অভয় দেওল আর অভিনেত্রী প্রীতি দেশাই তাদের জুটির ছবি ‘ওয়ান বাই টু’র ফ্লপ সিনেমাটিক যাত্রাটাকে বিয়ের মাধ্যমে সফলতায় রূপ দিতে চান খুব শিগগিরই। গত বছর বিয়ের ঘোষণা দেয়া দিয়া মির্জাও বেশ কিছু স্বাস্থ্যগত ও পারিবারিক ঝুটঝামেলায় পরিচালক সাহিল সাঙ্গার সঙ্গে বিয়েটা পিছিয়ে দিলেও চলতি বছরই সম্ভবত পুরোদস্তুর বিয়ের ঘোষণাটা আসতে পারে তার কাছ থেকেও। 
পিয়াস রায়

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.