কেমন নারী পছন্দ করেন এই সময়ের আধুনিক পুরুষরা? খুব সুন্দরী ডানাকাটা পরী নারী পছন্দ এখনকার পুরুষদের। আবার কেউ কেউ বলবেন শিক্ষিত ভালো পরিবারের নারীই বেছে নিতে চান বেশিরভাগ পুরুষ। এগুলোতো বটেই, এই সময়ের পুরুষরা নারীদের মাঝে খোঁজেন কিছু বিশেষ গুণ। জানতে চান কি সেই বিশেষ গুন গুলো? জেনে নিন ৫টি বিশেষ গুণ সম্পর্কে যেগুলো এই সময়ের পুরুষরা নারী সঙ্গীর মাঝে চান।
রান্নাবান্না
পুরুষরা নারী সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে রান্নাবান্না পারেন এমন নারীদেরকেই পছন্দ করেন। রান্নাবান্না একেবারেই পারেন না এমন নারীদেরকে পুরুষরা জীবন সঙ্গী হিসেবে বেছে নিতে চান না সহজে। আগের যুগে মোটামুটি সব নারীই রান্নাবান্নায় পারদর্শী হলেও বর্তমান সময়ে অনেক নারীই রান্নার ব্যাপারে একেবারেই আগ্রহী নন এবং রান্নাবান্না একেবারেই পারেন না অনেকেই। তাই পুরুষরা তাদের জীবনসঙ্গী হিসেবে রান্নায় পটু নারীদেরকেই পছন্দ করেন।
ধৈর্য
ধৈর্যশীল নারীদেরকে পুরুষরা সব সময়েই পছন্দ করেন। অতিরিক্ত মেজাজ গরম করেন এমন নারীরা পুরুষদের জন্য বিরক্তির কারণ হয়ে দাড়ায়। ইদানিং যুগে পুরুষরা বেশ সহজেই ধৈর্য হারা হয়ে যায়। আর তাই তাঁরা চায় তাদের জীবন সঙ্গী কিছুটা ধৈর্যশীল হোক।
সঙ্গীর ক্ষেত্রে স্বাধীন মনোভাব
ইদানিং সময়ে প্রায় সব পুরুষরাই স্বাধীন মনোভাবের নারীদেরকে পছন্দ করেন। কারণ পড়াশোনার খাতিরে হোক আর চাকরির খাতিরে হোক, পুরুষদের নিজের জন্য আলাদা কিছু সময়ের প্রয়োজন হয়। বন্ধুদেরকে সময় দেয়া, ক্যারিয়ারে মন দেয়া, নিজের শখের জন্য অথবা নিজের যত্নের জন্য প্রতিটি পুরুষেরই নিজস্ব সময়ের প্রয়োজন থাকে। এক্ষেত্রে সঙ্গী যদি সহযোগীতা না করে এবং স্বাধীনতা না দেয় তাহলে সম্পর্কে দেখা দেয় নানান জটিলতা।
আত্মনির্ভরশীলতা
বর্তমান যুগে একার আয় দিয়ে পুরো সংসার চালানো খুবই কঠিন। আর তাই পুরুষরা সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে আত্মনির্ভরশীল নারীদেরকেই বেশি পছন্দ করেন। নিজের খরচ নিজেই চালিয়ে নিতে পারে কিংবা সামান্য হলেও আয় করেন এমন নারীরা পুরুষদের পছন্দের তালিকার শীর্ষে থাকেন।
পুরোনো প্রেমিকের সাথে তুলনা করেন না এমন নারী
ইদানিং সময়ে অনেকেই সহজেই সম্পর্কে জড়িয়ে পড়ে আবার ভেঙ্গেও ফেলে। ফলে প্রাক্তন প্রেমিক/প্রেমিকা থাকাটাই স্বাভাবিক। কিন্তু যেসব নারীরা প্রাক্তন প্রেমিকের সাথে নিজের সঙ্গীকে সারাক্ষণ তুলনা করে সেই ধরনের নারীদেরকে পুরুষরা একেবারেই পছন্দ করেন না। যেসব নারীরা নিজের সঙ্গীকে প্রাক্তন প্রেমিকের সাথে কিংবা অন্য কারো সাথে তুলণা করেন না সে সব নারীরাই পুরুষদের পছন্দের তালিকার শীর্ষে থাকেন।