নিঃশব্দ চিৎকার বুকের গভীরে
পাঁজরের খাঁচা ভেঙে প্রচণ্ড ঘূর্ণি বেগে
ফুসফুসের নরম দেয়াল ভেদ করে
নিঃশ্বাসের অদৃশ্য তার ছিন্ন করে
শুষ্ক ঠোঁটে বোবা আর্তনাদ হয়ে ঝুলে থাকে।
চোখ দুটি তো পাথর হয়ে গেল
অজানা প্রতীক্ষার প্রহর গুনতে গুনতে
অপেক্ষার কালো সাপের দংশনে
সময়ের শরীর বিষাক্ত নীল
সকাল সন্ধ্যা দিন রাত্রি
প্রতি মুহূর্তে অসমাপ্ত স্বপ্ন খুন।
প্রত্যেক স্বপ্নের মৃত্যুর সঙ্গে
সহস স্বপ্নের জন্ম
নতুন স্বপ্ন বুনার তাগিদ
মনের গভীরে, অন্তরে অন্তরে।
নতুন স্বপ্ন দেখার আশা
বেঁচে আছে হৃদয়ের গভীরে। 

হাইকেল হাশমী

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.