বিশেষ খাবার মানে কি শুধুই মাংস? একদম নয়? মাছও হতে পারে ছুটির দিনের তেবিলের জন্য একদম শতভাগ উপযুক্ত, যদি তা হয় বিশেষ ভাবে রান্না। আর আজকের রেসিপিটি তেমনই এক খাবারের। কোরাল মাছের ভুনা বা ঝোল তো নিশ্চয়ই খেয়েছেন। এবার খেয়ে দেখুন এই বিশেষ রেসিপিতে রান্না মাছ। তৈরিতে দারুণ সহজ, খেতে দারুণ সুস্বাদু। এবং হালকা মশলায় বলে এই গরমে স্বাস্থ্যকরও।

উপকরণ-

কোরাল মাছ ১কেজি,
সয়াবিন তেল হাফ কাপ,
পেঁয়াজ বাটা হাফ কাপ,
রসুন বাটা ১ চা চামচ,
হলুদ গুঁড়া ১ চা চামচ,
মরিচ গুঁড়া ১ চা চামচ,
ধনে গুঁড়া ১ চা চামচ,
ভাজা জিরা গুঁড়া হাফ চা চামচ,
আদার পাউডার বা বাটা হাফ চা চামচ,
লবণ পরিমাণ মত।
কাঁচামরিচ ফাল ও টমেটো

প্রণালী-

  • -মাছের মাঝারি টুকরা করে নিতে হবে।
  • -কড়াইয়ে তেল গরম করে কাঁচামরিচ ফোঁড়ন দিতে হবে।
  • -একটু ভেজে সব মসলা ও পেঁয়াজ বাটা দিয়ে কষিয়ে নিন।
  • -অল্প পানি দিয়ে মাছের টুকরাগুলো বিছিয়ে দিন। কিছুক্ষণ কষিয়ে প্রয়োজনমত পানি ও লবণ দিয়ে ঢেকে মৃদু আঁচে ৫ মিনিট রান্না করুন।
  • -তারপর দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিন। তরকারিতে দিয়ে ঢাকনা দিয়ে দিন।
  • -মাঝখানে ঢাকনা খুলে মাছ উল্টিয়ে জিরা দিয়ে ঢেকে নিন। পানি লাগলে দিতে পারেন।
  • -টক দই হলে সামান্য চিনি দিন।
  • - নামানোর আগে টমেটো দিন। ৫ মিনিট জ্বাল দিয়ে নামিয়ে নিন।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.