লাওসে বিমান দুর্ঘটনায় দেশটির উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী দৌয়াংচাই ফিচিতসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হয়েছেন।
শনিবার লাওসের রাজধানী ভিয়েনতিয়েন থেকে ৫০০ কিলোমিটার দূরে জিয়ানখং রাজ্যের কাছে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে বিবিসি এ সংবাদ জানিয়েছে।
বিমানটি ভিয়েনতিয়েন থেকে যাত্রা করার সময় এ দুর্ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যমে জানানো হয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, এ ঘটনায় উপপ্রধানমন্ত্রী ও তার স্ত্রী নিহত হয়েছেন। রাজধানী ভিয়েনতিয়েনের গভর্নরসহ ২০ জনের বেশি কর্মকর্তা বিমানে ছিলেন বলে জানানো হয়েছে।
দুর্ঘটনায় পতিত বিমানটি লাওস এয়ারফোর্সের চালিত অ্যান্টনভ এএন-৭৪টিকে-৩০০ বিমান বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেপিএল। সূত্র: বিবিসি

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.