আগামী ২৫শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জš§জয়ন্তীর আগেই শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও চলতি সেশনে ক্লাস শুরুর দাবিতে শাহজাদপুরবাসী সোমবার থেকে আন্দোলন-সংগ্রাম শুরু করেছেন। শাহজাদপুরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন সোচ্চার হয়ে এ আন্দোলন শুরু করেছে। ইতিমধ্যে গত কয়েকদিন ধরে শাহজাদপুরের সর্বস্তরের মানুষের মধ্যে এ বিষয়ে গণসংযোগ, প্রচার-প্রচারণা ও মতবিনিময় শুরু করা হয়েছে। আন্দোলন কর্মসূচির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান, মানববন্ধন, লিফলেট বিতরণ, পোস্টারিং, সভা সমাবেশ ও আলোচনা সভা। এ সরকারের আগের মেয়াদে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে তার স্মৃতিবিজড়িত জমিদারি তদারকির শাহজাদপুরের নিজস্ব সম্পত্তির উপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নামে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়। সে অনুযায়ী গত কয়েক বছর আগে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎসময়ে প্রধানমন্ত্রী থাকাকালীন একাধিকবার শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে বলে ঘোষণা দেন। সে অনুযায়ী গত বছর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. একে আজাদ সম্ভাব্য স্থান নির্বাচনে শাহজাদপুরের রাউতারা বাথান ল্যান্ড, বিসিক বাসস্ট্যান্ডের পশ্চিমের টেপার বিল ও সরিষাকোল-পারকোলা মধ্যবর্তী দুর্গাদহ নামক ৩টি স্থানের ভূমি সরেজমিন পরিদর্শন করেন।