কথায় আছে পরাজয়ে ডরে না বীর। কিন্তু নিজের বীরত্বের অভাবের কথাটা সাধারণত স্বীকার করেন না কেউ। বরং ভবিষ্যতে সৌভাগ্য আসবে এমন বাক্যে নিজেকে সান্ত্বনা দিতে দেখা যায়। কিন্তু সবার ব্যতিক্রম প্রিয়াঙ্কা। সাহস নয় বরং পরাজয়ের ভয়েই সবসময় তটস্থ থাকেন বলে জানালেন সম্প্রতি এক অনুষ্ঠানে। ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমির (আইফা) আয়োজনে একটি সেমিনারে বক্তব্য দিতে গিয়ে নিজের এই দুর্বলতার কথা অকপটে স্বীকার করেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, ‘বরফীতে কাজ করার আগে নায়িকাসুলভ নয় বলে ছবিটি করতে সবাই আমাকে নিরুৎসাহিত করেছিল। কিন্তু আমি জানতাম, ফল ভালোই হবে। তাই এই ছবির মাধ্যমে প্রাপ্তিটা খুব উপভোগ করেছি। যখন কোনো ছবি ব্যবসায়িকভাবে মার খায় তখন ওই পরাজয় মেনে নিতে খুব কষ্ট হয়। এমনও হয় সপ্তাহদুয়েক নিজে নিজেই গৃহবন্দি হয়ে পড়ি। এই সময়টা ছবির ব্যর্থতায় নিজের ভুলগুলো খুঁজে দেখতে চেষ্টা করি।’

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.