পুরো পৃথিবীটাকে ঘুরে দেখার সাধ নেই এমন মানুষ হয়তো পাওয়া যাবে না। কিন্তু সাধ আর সাধ্যের সমন্বয় করতে পারেন কয়জন বলেন? আপনি কি জানেন মাত্র একটি দেশ ঘুরেই আপনি পেতে পারেন পুরো পৃথিবীটা ঘুরে দেখার স্বাদ! অবাক হচ্ছেন? ভাবছেন কোন দেশ সেটি তাই না? খুব বেশি দূরে যেতে হবে না সেই দেশের সন্ধান পেতে। পাশের দেশ ভারত ঘুরলেই আপনি পেয়ে যাবেন পুরো পৃথিবী দেখার স্বাদ। বিশ্বাস না হলে দেখে নিন ছবিতে।
প্রচ্ছদের ছবিতে কি দেখছেন? বিস্তৃত এলাকা জুড়ে শুধু ফুলের বাগান তাইনা? এমন স্বর্গীয় স্থানটি কোথায় বলতে পারবেন? দেখতে আমেরিকার আন্টেলোপ ভ্যালী মনে হলেও এটা আসলে ভারতের উত্তরাকান্দে।
সাহারা মরুভূমি? নাহ, দেখে সাহারা মরুভূমি মনে হলেও এটা রাজস্থানের ছবি। মরুভূমি দেখতে সাহারা যাওয়ার প্রয়োজন নেই। রাজস্থানে গেলেই দেখতে পারবেন মরুভূমির অসাধারণ সৌন্দর্য।
সুইজারল্যান্ডের অসাধারণ বরফে ছেয়ে যাওয়া পাহাড় আর সবুজ মাঠের সঙ্গে নীল পানির স্বর্গীয় সৌন্দর্য দেখতে চাইলে চলে যান কাশ্মীরে। অসাধারণ সৌন্দর্যের কারণে কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়ে থাকে।
নায়াগ্রা ফলস ঝরনা দেখার অনেক শখ? তাহলে ঘুরে আসতে পারেন ভারতের চাট্টিসগড়ের চিত্রাকুট ঝরনা। এর অসাধারণ জলধারা আপনাকে নায়াগ্রা দেখার স্বাদ দেবে।
ব্রাজিল অথবা থাইল্যান্ডের সমুদ্রের পাড়ে গিয়ে কিছুটা সময় কাটালে মন্দ হতো না তাই না? একই স্বাদ পাবেন যদি গোয়াতে গিয়ে সমুদ্রের পাড়ে কিছুটা সময় কাটিয়ে আসেন।
যারা জাপানের বাগানের সৌন্দর্য উপভোগ করতে চাইছেন তাঁরা নাইনিতালে ফুল বিছানো রাস্তায় প্রিয় মানুষের হাত ধরে হেটে আসতে পারেন।