এখন মানুষের মাঝে বেশ ভালোভাবেই জেঁকে বসেছে সেলফি তোলার ঝোঁক। কেউ একেবারে ঝকঝকে সেলফি তোলার জন্য আবার ভালো মোবাইলও খুঁজে বের করেন। কিন্তু আমাদের পরিচিত বিভিন্ন প্রাণীকে যদি দেখা যায় আয়নার সামনে দাঁড়িয়ে বেশ পোজ দিয়ে সেলফি তুলছে, তবে তাতে অবাক হতে হয় বই কি! ব্রাজিলের স্টক ফটো এজেন্সি ডায়োমিডিয়া এমনই সব ছবি তুলে চমকে দিয়েছে সবাইকে। ন্যাশনাল জিওগ্রাফির জন্য তোলা এই ছবি যেমন সৃজনশীল তেমনি তা মজা করে তুলে ধরেছে মানুষের মাঝে ছড়িয়ে পড়া সেলফিকে।
দুই মাস ধরে এই ফটো শুটের জন্য প্রস্তুতি নেওয়া হয়। প্রথমেই এসব প্রাণী কিভাবে ছবি তুলবে সে ব্যাপারে ছোট্ট ছোট্ট স্কেচ দাঁড় করানো হয়।
এরপর আসলেই সেসব প্রাণীর ছবি তোলা হয়। ছবিগুলোকে বেশ করে রিটাচ করার পর বের হয় ফাইনাল প্রোডাক্ট।
এই রকমের ছবি তোলার পেছনে কি উদ্দেশ্য ছিলো? সেলফি তোলার ব্যাপারটাকেও যে শিল্পে রূপান্তরিত করা যায় এবং এর মাধ্যমে প্রকৃতিকে তুলে ধরা যায়, এটাই হলো এই ক্যাম্পেইনের উদ্দেশ্য।
বিভাগ:

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.